ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাবির আরেক শিক্ষার্থীর মৃত্যু

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ২৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবির আরেক শিক্ষার্থীর মৃত্যু

জাবি প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় গুরুতর আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আরাফাত মারা গেছেন।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে সাভারে একটি বেসরকারি মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নরসিংদী।

এর আগে শুক্রবার ভোরে একই ঘটনায় মার্কেটিং বিভাগের ৪৩তম ব্যাচের নাজমুল হাসান রানা নামে এক শিক্ষার্থী নিহত হন।

সূত্র জানায়, নাজমুল হাসান রানা ও আরাফাত সাভারের কলমায় অবস্থিত মার্কাস মসজিদ থেকে তাবলীগ জামাত শেষ করে অটোরিকশা যোগে ক্যাম্পাসে ফিরছিলেন। তাদের রিকশা সিএমবি ও বিশ্ববিদ্যালয় মীর মোশাররফ হোসেন হলসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের মাঝামাঝি স্থানে পৌঁছালে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে বাস ধাক্কা দেয়। এ সময় ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৭/তহিদুল ইসলাম/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়