ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার সায়েম (৩০), সকাল ৯টায় বিজিবি ক্যাম্পের সামনে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নির্মল মন্ডল (৩০) ও গোবিন্দপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক ভিক্ষুক নিহত হয়েছেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে শৈলকুপা থেকে ছেড়ে ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাস কুষ্টিয়া এক্সপ্রেস মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার মারা যায়। এ সময় আহত হন ১০ জন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সকাল ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের বিজিবি ক্যাম্পের সামনে শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহী বাস মিরপুরগামী একটি অটোবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোবাইকে থাকা মাছ ব্যবসায়ী নির্মল মন্ডল রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সকালে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের গোবিন্দপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক ভিক্ষুক নিহত হয়। 



রাইজিংবিডি/কুষ্টিয়া/২৮ মে ২০১৭/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়