ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি: দেহরক্ষীসহ আটক ৪

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৫, ২৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি: দেহরক্ষীসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু হত্যা মামলায় দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

একই সঙ্গে সরদার আলাউদ্দিন মিঠু হত্যা মামলায় তার দুই দেহরক্ষীসহ আরো চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমারের খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিউল্লাহ জবানবন্দির বিষয়টি রাতে নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করে সোমবার সংবাদ সম্মেলন করে সব জানানো হবে বলে জানান।

মিঠুর ভাই সরদার সেলিম জানান, শনিবার রাতে শিমুল হাওলাদার ও সাদ্দাম নামে মিঠুর দুই দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে যাওয়া হয়। পরে আরো দুজনকে আটক করা হয়। তারা হলেন- ফুলতলা থানা বিএনপির সদস্য সচিব হাসনাত রিজভী মার্শাল ভূইয়া ও মোতাহার হোসেন কিরণ।

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুও এই দুইজন দলীয় নেতাকে আটকের কথা শুনেছেন বলে জানান।

গত ২৫ মে রাত পৌনে ১০টার দিকে খুলনার ফুলতলা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও বিএনপি নেতা সরদার আলাউদ্দিন মিঠুকে উপজেলার নতুনহাট এলাকার নিজ বাসভবনসংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মিঠু এন্টারপ্রাইজে ঢুকে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।



রাইজিংবিডি/খুলনা/২৮ মে ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়