ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুর্যোগ মোকাবিলায় বাগেরহাটে ব্যাপক প্রস্তুতি

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ২৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্যোগ মোকাবিলায় বাগেরহাটে ব্যাপক প্রস্তুতি

বাগেরহাট প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘মোরা’র মোকাবিলায় উপকূলীয় জেলা বাগেরহাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আজ বিকেল ৩ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিমূলক জরুরি সভা আহ্বান করা হয়েছে। উপকূলীয় এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জরুরি সভা করে দুর্যোগ মোকাবিলায় সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, জেলার সাইক্লোন সেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার সরবরাহের জন্য তৈরি রাখা হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাঠ পর্যায়ে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সিডর বিধ্বস্ত বাগেরহাটের শরনখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের পক্ষ থেকে একটি তথ্য কেন্দ্র খোলা হয়েছে বলে জানান ওই সংগঠনের নির্বাহী পরিচালক সেখ আসাদ।

 

 

রাইজিংবিডি/বাগেরহাট/২৯ মে ২০১৭/আলী আকবর টুটুল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়