ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গভীর রাতে চাঁদপুর শহর রক্ষা প্রকল্প পরিদর্শনে ডিসি

জিএম শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২১, ৩০ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গভীর রাতে চাঁদপুর শহর রক্ষা প্রকল্প পরিদর্শনে ডিসি

চাঁদপুর প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চাঁদপুর শহর রক্ষা প্রকল্প পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল।

সোমবার রাত সাড়ে ১২টায় শহর রক্ষা প্রকল্প বাঁধের তিন নদীর মোহনা (পদ্মা-মেঘনা-ডাকাতিয়া) চাঁদপুর বড়স্টেশন মোলডেহ অংশ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি নদী তীরবর্তী ও আশপাশের এলাকাও ঘুরে দেখেন। এর আগে আবহাওয়া অধিদপ্তর চাঁদপুরসহ কয়েকটি জেলাকে ১০ নম্বর মহা বিপদসংকেত দেখায়।

জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল বলেন, ঘূর্ণিঝড়ে কী ধরনের ক্ষতি হবে তা বলা যাচ্ছে না। তবে আমরা সবদিক থেকেই সতর্ক আছি। মোলডেহ এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ। এটি শহর রক্ষা প্রকল্প। তাই পরিদর্শন করেছি। তবে আপাতত মনে হচ্ছে এটি ঝুঁকিমুক্ত।

তিনি আরো জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় ১১৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। অনেক আশ্রয় কেন্দ্রেই নদী তীরবর্তী লোকজন আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব আব্দুল হাই, নেজারত ডেপুটি কালেক্টর লিটুস চিরান, প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীনসহ জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ত্রাণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত বছর জলোচ্ছ্বাসে মোলহেড এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া এ এলাকা এবং শহরের পুরাণবাজার এলাকার লোকজন প্রায়ই ব্লক ধস এবং ভাঙন আতঙ্কের মধ্যে থাকে।



রাইজিংবিডি/চাঁদপুর/৩০ মে ২০১৭/জিএম শাহীন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়