ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘মির্জা ফখরুলের ওপর হামলাকারীরা ছাড় পাবে না’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মির্জা ফখরুলের ওপর হামলাকারীরা ছাড় পাবে না’

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় সরকার তদন্ত করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ওপর হামলার ঘটনায় সরকার তদন্ত করছে। এ ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তির আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’

সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে অধীনস্ত দপ্তরগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পাহাড় ধসের পেছনে পাহাড় কেটে ফেলা বা রাজনৈতিক কোনো কারণ আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক কিংবা অন্য কোনো কারণে পাহাড় ধস নয়। এটি প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে।’

কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/আসাদ/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়