ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাজীপুরে মহাসড়কে পানি, যানজট

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে মহাসড়কে পানি, যানজট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : প্রবল বর্ষণে গাজীপুরের সিটি করপোরেশন এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটিস্থানে পানি জমে গেছে। এতে সৃষ্ট যানজটে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সোমবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গাজীপুরে টানা বৃষ্টি হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা, বর্ষা সিনেমা হলের সামনে, ভোগড়া বাইপাস ও এর আশপাশ এলাকা, তারগাছসহ কয়েকটিস্থানে হাঁটু পানি জমে যায়। এতে মহাসড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটায় যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কয়েক দিনের বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আজকের বৃষ্টিতে খানাখন্দে পানি জমে থাকায় চালকরা দুর্ঘটনার ভয়ে দ্রুত গাড়ি চালাতে পারছেন না।

ওই মহাসড়কে চলাচলকারী অনাবিল পরিবহণের হেলপার অনিক জানান, যানজট ভোগড়া বাইপাস থেকে তারগাছ পর্যন্ত পাঁচ কিলোমিটিার ছাড়িয়েছে। ওই গাড়ির যাত্রী মো. মানিক মিয়া জানান, তিনি সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হয়ে দুপুর ১টার দিকে ভোগড়া বাইপাস মোড়ে পৌঁছেছেন। তিনিও জানান, মহাসড়কের কয়েকটিস্থানে রাস্তার উপর পানি জমে আছে। ওইসব এলাকা দিকে এক সারিতে গাড়ি চলাচল করছে। যার কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

ভোগড়া বাইপাস পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির হোসেন জানান, বৃষ্টির সময় যানবহনের চাপ কম ছিল। বৃষ্টি কমার পর গাড়ির চাপ বেড়ে যায়। তখন যানজটের সৃষ্টি হয়। 

তিনি জানান, মহাসড়ক সচল রাখতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।  




রাইজিংবিডি/গাজীপুর/১৯ জুন ২০১৭/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়