ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে তামিম

জহুরুল ইসলাম জহির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে তামিম

ক্রীড়া ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের পর্দা নেমেছে রোববার। ফাইনালে গেল আসরের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে এশিয়ার আরেক ক্রিকেট পরাশক্তি পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপা ঘরে তুলেছে তারা। 

এদিকে চ্যাম্পিয়নস ট্রফির আসর শেষে ‘টিম অব চ্যাম্পিয়নস ট্রফি’ প্রকাশ করেছে আইসিসি। আইসিসির প্রকাশিত দলে বাংলাদেশ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। একাদশের নেতৃত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে। সরফরাজ ছাড়াও পাকিস্তান থেকে এই একাদশে জায়গা পেয়েছেন ফখর জামান, জুনায়েদ খান ও হাসান আলী।

চ্যাম্পিয়নস ট্রফির রানার্সআপ ভারত থেকে এই একাদশে রয়েছেন শিখর ধাওয়ান, বিরাট কোহলি ও ভুবনেশ্বর কুমার। নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন কেন উইলিয়ামসন। ইংল্যান্ড থেকে এই একাদশে আছেন জো রুট, বেন স্টোকস ও আদিল রশীদ।

এবার চলুন দেখে নেওয়া যাক আইসিসি প্রকাশিত চ্যাম্পিয়নস ট্রফর সেরা একাদশ।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ :
১. শিখর ধাওয়ান (ভারত),
২. ফখর জামান (পাকিস্তান),
৩. তামিম ইকবাল (বাংলাদেশ),
৪. বিরাট কোহলি (ভারত),
৫. জো রুট (ইংল্যান্ড),
৬. বেন স্টোকস (ইংল্যান্ড),
৭. সরফরাজ আহমেদ (অধিনায়ক, পাকিস্তান),
৮. আদিল রশিদ (ইংল্যান্ড),
৯. জুনায়েদ খান (পাকিস্তান),
১০. ভুবনেশ্বর কুমার (ভারত),
১১. হাসান আলী (পাকিস্তান) ও
১২. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/জহির/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়