ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ কয়েকটি ছবি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ কয়েকটি ছবি

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে । ১২০ টি ফ্ল্যাটের ভবনটিতে আর কাউকে জীবিত খুঁজে পাওয়ার আশা নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা । এমনকি উদ্ধার হওয়া দেহাবশষগুলোর পরিচয় শনাক্ত করা যাবে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন তারা।

পুলিশ বিধ্বস্ত প্রায় গ্রেনফেল টাওয়ারের নতুন কিছু ছবি প্রকাশ করেছে। এই ভবনের ফ্ল্যাটগুলোতে যে একসময় শতাধিক পরিবার বাস করতো ছবিগুলো দেখে তা বোঝা কষ্টকর। একটি ছবিতে দেখা গেছে, একটি ফ্ল্যাটের রান্নাঘরের সরঞ্জামগুলো পুড়ে মচমচে হয়ে গেছে এবং বিছানার ম্যাটেসের স্রেফ ঝলসানো স্প্রিংগুলো পড়ে আছে। আরেকটি ছবিতে ভবনের ভেতরে লিফটগুলোর বিধ্বস্ত অবস্থা দেখা গেছে। আরেকটি ছবিতে ভবনের ভেতরে আগুনে প্রচণ্ডতার কারণে পলেস্তরা খসে দেয়ালের ভেতরের লোহার পাইপগুলো বের হয়ে যেতে দেখা গেছে।

গত মঙ্গলবার মধ্যরাতের পর পূর্ব লন্ডনে অবস্থিত ২৪তলা ভবনটিতে আগুন লাগে। পরদিন দুপুরের পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার  কারণ এখনো জানা যায়নি। প্রধানমন্ত্রী থেরেসা মে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।

 


এখানে ফ্ল্যাট ছিল এবং শতাধিক পরিবার এসব ফ্ল্যাটে বাস করতো, এ ছবি দেখে তা এখন বোঝা মুশকিল।

 


আগুনে ক্ষতিগ্রস্ত ২৪ তলা ভবনটির লিফটের বহিরাংশ।

 


আগুনের ব্যাপকতা এতোটাই বেশি ছিল যে, পলেস্তরা খসে দেয়ালের ভেতরের লোহার পাইপগুলো বের হয়ে গেছে।

 


বিছানার ম্যাট্রেস পুড়ে গিয়ে রয়ে গেছে শুধু স্প্রিং।

 


এই কক্ষে কোনো বাসিন্দা হয়তো ব্যায়াম করতেন। পুড়ে যাওয়ার পর রয়ে গেছে কেবল সাইকেল স্ট্যান্ডটি।

 



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়