ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দুই বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় দুই বোনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে চাচাত দুই বোনকে অচেতন করে ধর্ষণ করেছেন এক পল্লি চিকিৎসক ও এক কবিরাজ।

ধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুর এলাকার পল্লি চিকিৎসক নরেন চন্দ্র রায় ও কবিরাজ বালিশ্বর চন্দ্র রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার দুই কিশোরীর পরিবারের সঙ্গে একই এলাকার কবিরাজ বালিশ্বর চন্দ্র রায়ের সুসম্পর্ক গড়ে ওঠে। এর সুবাদে চাচাত দুই বোন কবিরাজ বালিশ্বরকে নানা বলে ডাকে। কবিরাজ দীর্ঘ দিন ওই দুই কিশোরীর বিয়ের জন্য পাত্র খুঁজতে থাকেন।

বুধবার বিকেলে পাত্র দেখানোর কথা বলে দুই বোনকে বালিশ্বর তার বাড়িতে আসতে বলেন। বালিশ্বরের সঙ্গে সুসম্পর্ক থাকায় মেয়েদের তার বাড়িতে পাঠিয়ে দেয় ওই দুই পরিবার। দুই বোন তার বাড়িতে আসলে ভেলাজান এলাকার পল্লি চিকিৎসক নরেন চন্দ্র রায়কে নিয়ে এসে চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করেন বালিশ্বর। পরে কবিরাজ বালিশ্বর ও পল্লি চিকিৎসক নরেন চন্দ্র রায় তাদের ধর্ষণ করেন। সকালে ওই দুই কিশোরীকে বাড়ি যাওয়ার জন্য অটোরিকশায় উঠিয়ে দেওয়া হয়। কিছু দূর যাওয়ার পর তারা আবার জ্ঞান হারিয়ে ফেলে।

এলাকাবাসী পরিবারকে খবর দিলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দুই বোনকে ভর্তি করানো হয়। পরে কিশোরীদের বক্তব্য অনুযায়ী এলাকাবাসী কবিরাজ বালিশ্বর ও চিকিৎসক নরেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ টালবাহানা করছে বলে অভিযোগ করেছে কিশোরীর পরিবার।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক জিন্নাহ পারভীন জানান, ওই দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে ধর্ষণ হয়েছে কি না?

সদর থানার উপ-পরিদর্শক মো. হানিফ জানান, ধর্ষণের অভিযোগে দুইজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীকালে ভিকটিমের স্বীকারোক্তি অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ওই দুই কিশোরী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



রাইজিংবিডি/ঠাকুরগাঁও/২২ জুন ২০১৭/তানভীর হাসান তানু/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়