ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা বাদশা শিকদার (৫৮) ও ছেলে শাহীন শিকদারের (১৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে খুলনার তেরখাদা উপজেলার বিপ্রআজগড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাবা বাদশা শিকদার উপজেলার আজগড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ (চৌকিদার) হিসেবে কর্মরত ছিলেন এবং তার ছেলে শাহীন শিকদার বিপ্রআজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আজগড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অপূর্ব মল্লিক জানান, টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে ঘরের সঙ্গে লোহার তারে ভেজা কাপড় শুকাতে গিয়ে প্রথমে ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে ছটফট করতে দেখে পাশে থাকা বাবা তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম চৌধূরী বলেন, উপজেলার বিপ্রআজগড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

রাইজিংবিডি/খুলনা/২২ জুন ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়