ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঈদ উদযাপন করছেন বরিশালের ১৫ হাজার মানুষ

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ২৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদ উদযাপন করছেন বরিশালের ১৫ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বরিশালের ৮০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ রোববার ঈদুল ফিতর উদযাপন করছেন।

নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়। ওই জামাতে ইমামতি করেন মাওলানা মো. দেলোয়ার হোসাইন।

এ ছাড়া উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ, হরিণাফুলিয়া চৌধুরীবাড়ি শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ, জিয়া সড়ক শাহসুফি মমতাজিয়া মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী এলাকার সরোয়ার খলিফার বাড়ি, খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমীর দুয়ারী বাড়ির জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

অপরদিকে পটুয়াখালীর নিশানবাড়িয়া, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা ও কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া এলাকার কয়েক শত পরিবার ঈদুল ফিতর উদযাপন করছেন।



রাইজিংবিডি/বরিশাল/২৫ জুন ২০১৭/জে. খান স্বপন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়