ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কক্সবাজারে পানিতে ডুবে দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮, ২৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজারে পানিতে ডুবে দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে পুকুরে গোসল করতে নেমে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ডুলাফকির মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হল- কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের ডুলাফকির মাজার এলাকার আব্দুস ছামাদের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (১৩) ও মোহাম্মদ তুহিন (৮) এবং একই এলাকার আবু তাহেরের ছেলে তাজমীর আহমেদ মনি (১১)। আবদুল্লাহ ও তুহিনের ফুফাতো ভাই মনি।

এ সময় আব্দুস ছামাদের আরেক ছেলে আব্দুল আজিজ (১০) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহাম্মদ তারেককে (১৩) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ খায়রুজ্জামান জানান, রোববার সকালে ডুলাফকির মাজার এলাকার একটি পুকুরে আব্দুল্লাহ, তুহিন,  মনি, আব্দুল আজিজ ও তারেক গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। পরে পুকুর থেকে তিনজনকে মৃত এবং অপর দুইজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা দুইজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।



রাইজিংবিডি/কক্সবাজার/২৫ জুন ২০১৭/সুজাউদ্দিন রুবেল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়