ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৯, ২৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে আহত আরিফ কাজী (৩৫) নামে এক যুবক মারা গেছেন।

বুধবার ভোরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে তিনি মারা যান। আরিফ কাজী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি নিজামকান্দি গ্রামের ফজলু কাজীর ছেলে।

নিজামকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোহাব্বত হোসেন জুয়েল জানান, ফসলি নিজামকান্দি গ্রামের হাজী নওশের গ্রুপ ও মোখলেসুর রহমান ওরফে মুকু মাস্টার গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। মঙ্গলবার রাত ১০টার দিকে তিনিসহ বেশ কয়েকজন মুকু মাস্টারের বাড়িতে দাওয়াত খেতে যান। তারা ফলসি ব্রিজের কাছে পৌঁছালে হাজী নওশের গ্রুপের সমর্থকরা হামলা চালায়। এতে আরিফ কাজী ও কামাল শেখসহ ছয়জন আহত হন। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে ভোরে আরিফ কাজী মারা যান।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম আলি নূর জানান, ঘটনার পর পরবর্তী সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝে দেওয়া হবে।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/২৮ জুন ২০১৭/বাদল সাহা/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়