ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মাদারীপুরে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১৫

বেলাল রিজভী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদারীপুরে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা এলাকায় বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন কুমার দেব জানান, ২০১৬ সালের ৭ মে আলীনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন সরদার জয় লাভ করেন। এরপর থেকে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী সাহিদ পারভেজের সমর্থকদের সঙ্গে মাঝে মধ্যে সংঘর্ষ হয়। ঈদে উপলক্ষে উভয়পক্ষের লোকজন বুধবার সকালে ফাসিয়াতলা বাজারে উপস্থিত হলে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে মিলন সরদারের সমর্থকরা শাহিদ পারভেজের সমর্থকদের উপর হামলা চালালে উভয়গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে দুই নারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।  

পরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুইজনকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও মাদারীপুর সদর হাসপাতাল থেকে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/মাদারীপুর/২৮ জুন ২০১৭/বেলাল রিজভী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়