ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রেলস্টেশনের নাম পরিবর্তনের দাবিতে কাশিয়ানীতে মানববন্ধন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ২৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেলস্টেশনের নাম পরিবর্তনের দাবিতে কাশিয়ানীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চাপ্তা এলাকায় নির্মানাধীন রেলস্টেশনের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে চাপ্তা বটতলায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

অচিরেই ঘোনাপাড়া রেলস্টেশনের নাম পরিবর্তন করে চাপ্তা রেলস্টেশন নামকরণের দাবি জানিয়েছেন বক্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।

এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

ঢাকা মহানগর (উত্তর) সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মীনার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ২২ নম্বর চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সৈয়দা এলিদা পারভীন, আওয়ামী লীগের রাতইল ইউনিয়নের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুক্ত মীনা, আনোয়ার হোসেন মীনাসহ চাপ্তা এলাকার সর্বস্তরের জনগণ।



রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৭/মামুন খান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়