ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ১৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি

বাগেরহাট প্রতিনিধি : জেলার কচুয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত আলিমুন শেখকে (৯) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় আলিমুনের মা সখিনা বেগম তাকে হাসপাতালে এনে ভর্তি করান।

সোমবার সকালে বাগেরহাট সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন। পরে তিনি জরুরি চিকিৎসা ব্যবস্থার জন্য সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. সাইদ আহম্মেদকে প্রধান করে তিন সদস্যের মেডিক্যাল টিম গঠন করেন।

মেডিক্যাল বোর্ডের অন্য সদস্যরা হলেন- বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোশারেফ হোসেন ও মেডিক্যাল অফিসার মুশফিকার শামস মেনন।

বাগেরহাটের সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অরুণ চন্দ্র মন্ডল বলেন, সোস্যাল মিডিয়ার মাধ্যমে শিশুটির অসুস্থতার কথা জানতে পেরে তাকে সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগ নির্ণয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে এবং  পরীক্ষা নিরীক্ষা চলছে। বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

 

 

 

রাইজিংবিডি/বাগেরহাট/১৭ জুলাই ২০১৭/আলী আকবর টুটুল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়