ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাইবান্ধায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

মোমেনুর রশিদ সাগর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাইবান্ধায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি : জেলার পলাশবাড়ী উপজেলায় এক ব্যক্তিকে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোখলেছুর রহমান, আরিফুল ইসলাম (পলাতক), সিদ্দিক মিয়া, আলমগীর হোসেন, আব্দুল জলিল ও সেকেন্দার আলী। তাদের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার খামার মামুদপুর গ্রামে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম জানান, ২০০৫ সালের ৫ ফ্রেরুয়ারি জমি নিয়ে পলাশবাড়ী উপজেলার খামার মামুদপুর গ্রামের মোখলেছুর রহমান ও তার সহযোগীরা একই গ্রামের জিল্লুর রহমানের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে আহত জিল্লুর রহমানকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার কয়েকদিন পর পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষগ্রহণ শেষে আজ ওই মামলার রায় ঘোষণা করেন বিচারক।



রাইজিংবিডি/ গাইবান্ধা/২০ জুলাই ২০১৭ / মোমেনুর রশিদ সাগর/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়