ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রবীণ আ.লীগ নেতা ইসহাক মিয়ার ইন্তেকাল

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রবীণ আ.লীগ নেতা ইসহাক মিয়ার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা, প্রাক্তন গণপরিষদ ও সংসদ সদস্য, চট্টগ্রাম বন্দরের প্রাক্তন চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইসহাক মিয়া ইন্তেকাল করেছেন  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তার বয়স হয়েছিল ৯০ বছর।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগস্থ ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে যান। বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেসে এসেছে।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে।

কিংবদন্তি এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আ জ ম নাছির উদ্দীন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৪ জুলাই ২০১৭/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়