ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কাঁঠালের ওজন ৫০ কেজি!

মো. আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাঁঠালের ওজন ৫০ কেজি!

মাগুরা প্রতিনিধি : এক কাঁঠালের ওজন ৫০ কেজি! দৈর্ঘ্যে আড়াই ফুট ও সাড়ে তিন ফুট আয়তনের এ কাঁঠালটি উঠেছে মাগুরার শালিখা উপজেলায় কৃষি বিভাগ আয়োজিত বৃক্ষমেলায়। কাঁঠালটি দেখতে মেলায় ভিড় জমিয়েছে শত শত উৎসাহী মানুষ।

শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন জানান, উপজেলার পিয়ারপুর গ্রামের মোসলেম উদ্দিনের বাগানে এ বিশাল আকৃতির কাঁঠালটি ফলেছে। কাঁঠালটি গাছে রাখতে তিনি রীতিমত মাচা করেছিলেন বলে জানান কৃষি কর্মকর্তা।

সঠিক পরিকল্পনা করে গাছ লাগানো আর ভালো পরিচর্যা করলে এ ধরনের ফলন ফলানো সম্ভব বলে তিনি জানান।

এ ছাড়া মেলায় বিভিন্ন জাতের বাতাবি লেবু, আমড়া, চালতা, কামরাঙ্গা, নারকেল, আম, জামরুল, আতাসহ বিভিন্ন দেশি ফল প্রদর্শনী করা হয়।

২৩ জুলাই সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার শেখ বিপুল হাসানের সভাপতিত্বে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করেন প্রাক্তন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শ্যামল কুমার দে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনেশ্বরগাতী ইউনিয়নের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরজ আলী বিশ্বাসসহ অনেকে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয় । মেলা চলবে ২৫ জুলাই পর্যন্ত।



রাইজিংবিডি/মাগুরা /২৪ জুলাই ২০১৭/মো. আনোয়ার হোসেন শাহীন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়