ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় যাবজ্জীবন

পলাশ সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে স্ত্রী ফাতেমা বেগম হত্যায় স্বামী জসিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এই রায় দেন। জসিম উদ্দিন সদর উপজেলার জামিরতলী গ্রামের আব্দুল করিমের ছেলে।তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালের ৩০ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে জসিম উদ্দিন তার স্ত্রী ফাতেমাকে নির্যাতন চালিয়ে হত্যা করে লাশ প্লাস্টিকের বস্তায় করে বাড়ির পাশের ডোবায় লুকিয়ে রাখে। পরে বস্তাবন্দি অবস্থায় ডোবা থেকে ফাতেমার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন নিহতের ভাই ছফি আহাম্মেদ বাদী হয়ে জসিম উদ্দিনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেয়।

জেলা জজ কোর্টের অতিরিক্তি পাবলিক প্রসিউকিউটর মো. আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করছেন।

 

 

রাইজিংবিডি/লক্ষ্মীপুর/২৫ জুলাই ২০১৭/পলাশ সাহা/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়