ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া-সাড়াশিয়া-বাসারচালা-মহানন্দপুর সড়কে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় এই সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

সামান্য বৃষ্টিতে এই সড়কে পানি-কাদায় চলাচল করা যায় না। তৈরি হয়েছে বড় বড় গর্তের। দীর্ঘ দিন ধরেই এভাবে বেহাল অবস্থায় রয়েছে সড়কটি। বার বার ধর্না দিয়েও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়কটি পাকা করার উদ্যোগ না নেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে ১০ গ্রামের মানুষের।

আজ বুধবার সকালে এই সড়কে চলাচল করা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী এই প্রতিবাদের আয়োজন করে।

তারা জানান, বর্ষাকাল এলেই কাঁচা এই সড়কে হাঁটু পর্যন্ত কাদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ সড়ক দিয়ে উপজেলার ৮-১০টি গ্রামের লোকজন, শিক্ষক-শিক্ষার্থীরা চলাচল করে। তাদের ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় নিজাম উদ্দিন বলেন, প্রায় পাঁচ কিলোমিটার এই সড়কে বর্ষাকালে একেবারে চলাচল করা যায় না। এক/দেড় যুগ ধরে শুনে আসছেন রাস্তা পাকা হবে। কিন্তু এখানো হয়নি।

উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ জানিয়েছেন, সড়কটি পাকাকরণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই টেন্ডারের আওতায় আসবে সড়কটি।



রাইজিংবিডি/টাঙ্গাইল/২৬ জুলাই ২০১৭/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়