ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মসজিদটি রক্ষার দাবি এলাকাবাসীর

মহাসিন আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মসজিদটি রক্ষার দাবি এলাকাবাসীর

মেহেরপুর প্রতিনিধি : মসজিদের সীমানা ঘেষে পুকুর খননের ফলে পানিতে চলে যেতে বসেছে গ্রামের একমাত্র মসজিদটি। স্থানীয়রা জানান, টানা বর্ষণের ফলে আজ বুধবার মসজিদের অজুখানা ভেঙে পড়েছে। মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলার মটমড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের একমাত্র মসজিদ এটি। ২০১২ সালে মহাম্মদপুর হাফেজিয়া ও এতিমখানা জামে মসজিদ নামে এটি  স্থাপন করেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে কাতার চ্যারিটির অর্থায়নে নির্মাণ করা হয় মসজিদটি।

এলাকার মৃত আব্দুল আলিম বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম মসজিদের সীমানা ঘেষে পুকুর খনন করেছেন। যার ফলে মসজিদের অজুখানাটা ভেঙে গেছে। মসজিদটিও হুমকির মুখে রয়েছে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।

মসজিদ কমিটির সভাপতি আলাউদ্দিন বলেন, ‘আমরা মসজিদটি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ 

এ ব্যাপারে মটমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহম্মেদ জানান, বৃষ্টি কমলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মসজিদটি রক্ষায় স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামান জানান, বিষয়টি তার জানা নেই। অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



রাইজিংবিডি/মেহেরপুর/২৬ জুলাই ২০১৭/মহাসিন আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়