ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাগুরায় শত্রুতাবশত ৩০০ কলা গাছ কর্তন

মো. আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাগুরায় শত্রুতাবশত ৩০০ কলা গাছ কর্তন

মাগুরা প্রতিনিধি : মাগুরার সদর উপজেলার ইছাখাদা গ্রামের কৃষক খায়রুল ইসলামের তিন শতাধিক কলা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এতে চার লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

খায়রুল ইসলাম অভিযোগ করেন, শহরের পুলিশ লাইন পাড়া এলাকার নুরু সর্দার পূর্ব বিরোধের জের ধরে ভাড়াটিয়া লোকজন দিয়ে সোম ও মঙ্গলবার দুই দফায় তার দুই বিঘা জমির ৩০০ কলা গাছ কেটে ফেলেছে। এতে তার চার লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। তিনি দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

খায়রুলের স্ত্রী বেদেনা পারভীন জানান, গত দুই দিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে দুর্বৃত্তরা এসে কলা গাছগুলো কেটে ফেলেছে। এ সময় তার স্বামী ও ছেলে বাড়ি ছিল না। এর উপর নির্ভর করে তাদের সংসার চলে। গাছগুলো কেটে ফেলায় তারা এখন পথে বসেছেন।

পুলিশ সুপার মুনিবুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



রাইজিংবিডি/মাগুরা/২৬ জুলাই ২০১৭/মো. আনোয়ার হোসেন শাহীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়