ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বার্সেলোনায় ব্রাজিলের পাওলিনহো

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সেলোনায় ব্রাজিলের পাওলিনহো

পাওলিনহো

ক্রীড়া ডেস্ক : চাইনিজ ক্লাব গুয়াংজু এভারগ্র্যান্ড থেকে ব্রাজিলের মিডফিল্ডার পাওলিনহোকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

গত জুলাই থেকেই পাওলিনহোকে দলে টানার চেষ্টা করে আসছিল বার্সেলোনা। তবে বার্সার কয়েক দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে এভারগ্র্যান্ড। অবশেষে শনিবার ন্যু ক্যাম্পের ক্লাবটিতে নাম লেখালেন প্রাক্তন টটেনহাম মিডফিল্ডার। ২৯ বছর বয়সি এই খেলোয়াড়কে কিনতে বার্সাকে গুনতে হয়েছে ৪০ মিলিয়ন ইউরো।

পাওলিনহো বার্সায় যোগ দিয়ে আবার ইউরোপিয়ান ফুটবলে ফিরলেন। এর আগে তিনি ২০১৩ সাল থেকে ইংলিশ ক্লাব টটেনহামে দুই মৌসুম কাটিছিলেন। টটেনহামের হয়ে ৬৭ ম্যাচে মাঠে নেমে ১১টি গোলও করেছিলেন। ২০১৫ সালে তিনি পাড়ি জমান চীনে।

এমন একটা সময়েই পাওলিনহো বার্সায় যোগ দিলেন, যখন নেইমারের ‘শূন্যস্থান’ পূরণের চেষ্টা করে যাচ্ছে কাতালানরা। নেইমারের বিকল্প হিসেবে বার্সার প্রাথমিক লক্ষ্য লিভারপুলের ফিলিপে কুতিনহো। গত বুধবার কুতিনহোকে দলে টানতে বার্সার দ্বিতীয় দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে লিভারপুল। তবে শুক্রবার ব্রাজিলিয়ান প্লেমেকার ক্লাব ছাড়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন। 

তথ্যসূত্র : মেইল অনলাইন।




রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়