ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবারো একসঙ্গে চঞ্চল-মিলি

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪০, ১৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারো একসঙ্গে চঞ্চল-মিলি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় জুটি চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি। ‘মনপুরা’ সিনেমায় জুটি বেঁধে দর্শকের মন কাড়েন তারা। তারপর আর কোনো চলচ্চিত্রে একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।

এবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন চঞ্চল-মিলি। তবে কোনো চলচ্চিত্রে নয় ঈদুল আজহা উপলক্ষে নির্মিত ‘হেপি ফেমিলি’ নাটকে। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন এই নির্মাতা

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘‘হাশেম-কাশেম দুই ভাই। তাদের আলাদা সংসার। প্রতিদিন সকাল হলেই দুই পরিবারে শুরু হয় ঝগড়া, চলে ঘুমাবার পূর্ব পর্যন্ত কিন্তু গ্রামবাসীকে তারা বড়মুখ করে বলে আমরা ‘হেপি ফেমিলি’। গ্রামবাসীও জানে তারা কেমন হেপি ফেমিলি। একদিন বড় ভাই হাশেম বউয়ের উপর রাগ করে বিষ পান করতে বাইরে চলে যায়। দিন পার হয়ে গেলেও বাড়ি ফেরেনা সে। সকলে উদ্বিগ্ন হয়ে পড়ে। সত্যিই কি হাশেম মরে গেল? এমন গল্প নিয়ে এগিয়েছে নাটকটির কাহিনি।’’

‘মনপুরা’ সিনেমার সফল জুটি চঞ্চল-মিলি। সিনেমাটিতে একজন অপরজনকে ভালোবাসলেও তাদের পরিণয় ঘটেনি। তবে এ নাটকে তার উল্টোটা ঘটেছে বলে জানিয়েছেন নির্মাতা।

নাটকটির কাশেম চরিত্র রূপায়ন করেছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘বৃন্দাবনদার গল্প বরাবরই অন্যরকম। প্রতিটি চরিত্রেই থাকে ভিন্নতা, কাজও করি মনের আনন্দে। আর দীপুর সাথে এটি আমার ৭ম নাটক তাই বোঝাপড়াও অনেক পুরোনো। নাটকটি অনেক ভালো হয়েছে।’

নাটকের গল্পে ফারহানা মিলিকে চঞ্চলের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। তিনি বলেন, ‘এর আগে বৃন্দাবন দাদার দুই একটি নাটকে কাজ করেছি। তার লেখা একটি ধারাবাহিকেও অভিনয় করছি। যেহেতু নাকটটি পাবনার আঞ্চলিক ভাষায় লেখা তাই শুরুতে আমার কিছুটা কষ্ট হলেও বৃন্দাবন দাদা, চঞ্চল দাদা, খুশী আপা পাশে থেকে সহযোগিতা করায় তেমন কঠিন বলে মনে হয়নি। আমি তাদের কাছে কৃতজ্ঞ। দীপু ভাইয়ের সাথে এটি আমার প্রথম কাজ। অনেক ভালো লেগেছে তার কাজের ধরণ। খুব ভালো একটি ইউনিট। এখন দর্শকদের মতামতের অপেক্ষায় রইলাম।’

চঞ্চল-মিলি ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহানাজ খুশী, মাসুদ রানা মিঠু, দিব্য জ্যোতি, শম্য জৌতি, বেলাল প্রমুখ। ঈদুল আজহায় গাজী টিভিতে নাটকটি প্রচারিত হবে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৭/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়