ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ

আশরাফুল আলম লিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ

মানিকগঞ্জ প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ-মিশুক মুনীরকে স্মরণ এবং নিরাপদ সড়ক দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, বৃক্ষরোপণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে নিরাপদ সড়ক দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক কুমার ঘোষ, বারসিকের সমন্বয়কারী বিমল রায়, তারেক মাসুদ -মিশুক মুনীর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রিপন আনছারী প্রমুখ।

এর আগে জোকা প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট কাগজের ফুল চলচ্চিত্রের সুটিং স্পট দেখে ফেরার পথে ঢাকা-আরিচা সড়কের জোকা নামক স্থানে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।




রাইজিংবিডি/মানিকগঞ্জ/১৩ আগস্ট ২০১৭/আশরাফুল আলম লিটন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়