ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৪৮ ঘণ্টার মধ্যে হজে পাঠানোর ব্যবস্থা নিতে নির্দেশ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ১৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪৮ ঘণ্টার মধ্যে হজে পাঠানোর ব্যবস্থা নিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ফ্লাইট বিপর্যয়ের কারণে এখন পর্যন্ত যেতে না পারা হজযাত্রীদের ৪৮ ঘণ্টার মধ্যে হজে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে হজ অব্যবস্থাপনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন কমিশন গঠনের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

রোববার দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন সকালে  হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ  রিট দায়ের করেন। রিটে আগামী ৪৮ ঘণ্টার  মধ্যে সৌদি আরবের সরকারের সঙ্গে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভিসাসংক্রান্ত জটিলতা দূরীকরণে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়। রিট আবেদনে যারা হজে যেতে পারেননি তাদের বিশেষ বিমানে হজে পাঠানোর নির্দেশনাও চাওয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৭/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়