ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

খুলনায় নারী ক্রিকেটারদের ক্যাম্প শুরু

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় নারী ক্রিকেটারদের ক্যাম্প শুরু

আব্দুল্লাহ এম রুবেল : বাংলাদেশ নারী ক্রিকেট দলের আপাতত কোনো খেলা নেই। আগামী বছর বিশ্বকাপ ক্রিকেটের বাছাই খেলতে হবে। তবে তাদেরকে বসিয়ে রাখতে রাজী নয় বিসিবি। তাই নারী ক্রিকেট দলকে ক্রিকেট মাঠে ব্যস্ত রাখতে খুলনায় শুরু হয়েছে দুই সপ্তাহের ক্যাম্প। সম্প্রতি মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ থেকে বাছাই করা ২৫ জন ক্রিকেটারকে নিয়ে রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এ ক্যাম্প শুরু হয়।

এর আগে এ ক্যাম্পে অংশগ্রহণের লক্ষ্যে গত শনিবার খুলনায় এসে পৌঁছেছে প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা। ক্যাম্পে বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ এই দুই নামে বিভক্ত হয়ে অংশ নিবেন ৫ ক্রিকেটার। দুই সপ্তাহের এ ক্যাম্পে দু’টি একদিনের ও দু’টি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচও খেলবে নারী ক্রিকেটাররা।

ক্যাম্পের প্রথম দিনে শনিবার সকাল সাড়ে ৯টায় মাঠে অনুশীলন করে। পরে নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করে মেয়েরা। অনুশীলন শেষে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদ বলেন, আমাদের ম্যাচের সংখ্যা একেবারেই কম, এ সময়ে এ ধরনের ক্যাম্প খুব দরকার ছিল। সামনে আমাদের বিশ^কাপ বাছাই। বিশ্বকাপ বাঁছাইটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ জিততে হলে এখন থেকেই প্রস্তুত হতে হবে।’



আগামী বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদি নারী ক্রিকেট দলের এই অধিনায়ক বলেন, এখন বৃষ্টি মৌসুম হওয়ায় অনুশীলনে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। তবে এখনও অনেক সময় আছে। চারটি অনুশীলন ম্যাচ থাকায় অনুশীলনটাও পরিপূর্ণ হবে বলে মনে করেন তিনি।

প্রাথমিক দল : রুমানা আহমেদ, জাহানারা আলম, খাদিজাতুল কুবরা, ফারজানা হক, সালমা খাতুন, নুজহাত তাজিয়া টুম্পা, রিতু মনি, লতা মন্ডল, আয়েশা রহমান, শারমীন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, শায়লা শারমীন, নাহিদা আক্তার, পান্না ঘোষ, শারমীন সুলতানা, সুরাইয়া আজমিন, শামীমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস সুমনা, মোর্শেদা খাতুন হ্যাপী, সুবহানা মোসতারী, ইশমা তানজীম, লিলি রানী বিশ্বাস, ইসমাত জাহান ইমু ও তৃপ্তি মন্ডল।



রাইজিংবিডি/খুলনা/১৩ আগস্ট ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়