ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়ায় চরম ভোগান্তি

আশরাফুল আলম লিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৮, ১৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাটুরিয়া-দৌলতদিয়ায় চরম ভোগান্তি

ফাইল ফটো

মানিকগঞ্জ প্রতিনিধি : পদ্মায় তীব্র স্রোত আর ফেরি স্বল্পতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

গত কয়েকদিন ধরেই ঘাট এলাকায় তীব্র ভোগান্তির সৃষ্টি হচ্ছে। প্রতিদিনই ঘাটে আটকা পড়ছে যাত্রীবাহী কোচসহ শতশত মালবাহী ট্রাক।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে স্বাভাবিকের তুলনায় প্রায় দিগুণ সময় লাগছে। তা ছাড়া চারটি ফেরি মেরামতে থাকায় ঘাটে ট্রিপ সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। যে কারণে উভয় ঘাটেই যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে।

এখন ছয়টি রো-রো, পাঁচটি ইউটিলিটি ও দুটি কে-টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এ ছাড়া মেরামতের জন্য পাটুরিয়া ঘাটের ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে রো-রো মতিউর রহমান, হামিদুর রহমান, শাহ আলী ও চন্দ্র মল্লিকা নামের ইউটিলিটি ফেরি। বর্তমানে পাটুরিয়া  ও দৌলতদিয়া উভয় ঘাটে ৭ শতাধিক মালবাহী ট্রাক ও ১৫০টির মত বাস পারাপারের অপেক্ষায় রয়েছে।



রাইজিংবিডি/মানিকগঞ্জ/১৭ আগস্ট ২০১৭/আশরাফুল আলম লিটন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়