ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই বোনকে ধর্ষণ: ৫ জনের যাবজ্জীবন

শাকির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই বোনকে ধর্ষণ: ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এসএসসি পরীক্ষার্থী দুই বোনকে গণধর্ষণের মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ এম জুলফিকল হায়াত এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে ছয় আসামির মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন।

কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানার পাঁচ লাখ টাকা নির্যাতিত দুই বোনকে দিতে হবে। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৪ মে রাতে বিয়ানীবাজার উপজেলার একটি বসতঘরে সিঁদ কেটে প্রবেশ করে পরিবারের লোকজনকে বেঁধে রেখে দুই বোনকে কয়েকজন যুবক পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে বিয়ানীবাজার থানায় অভিযোগ দায়ের করেন দুই তরুণীর বাবা। তদন্ত শেষে ওই বছরের ১২ অক্টোবর ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১২ জনের সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তি-তর্ক শেষে আদালত রায় ঘোষণা করেছেন।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাদীপক্ষ। তবে বিবাদীপক্ষের দাবি, তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।



রাইজিংবিডি/সিলেট/২০ আগস্ট ২০১৭/শাকির/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়