ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বকেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বকেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকার টপস এন্ড বটমস লিমিটেড নামের কারখানার শতাধিক শ্রমিক রোববার সকালে বিক্ষোভ করেছে এবং স্মারকলিপি দিয়েছে।

কারখানার শ্রমিক এবং স্মারকলিপি থেকে জানা গেছে, গত ঈদের ছুটির পর ৬ জুন কারখানা খোলার কথা ছিল। ৬ জুন সকালে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ দেখতে পান। কিন্তু বন্ধের কোনো নোটিশ ছিল না। কারখানা কর্তৃপক্ষ তাদের বেতনও দিচ্ছে না। একাধিকবার বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। সর্বশেষ বেতন দেওয়ার কথা ছিল ১৮ আগস্ট। কিন্তু ওই দিনও বেতন দেয়নি কর্তৃপক্ষ। পাওনাদির জন্য কারখানার এমডি ও ডাইরেক্টরদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও তারা রিসিভ করেন না।

এমতাবস্থায় সন্তানদের লেখাপড়ার খরচ, দোকানে বাকি ও বাড়িভাড়া পরিশোধ করতে পারছেন না। সামনে ঈদুল আজহা। তাই তারা শ্রম আইন অনুয়াযী সব পাওনাদি পরিশোধের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। 

জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, শ্রমিকরা তাদের পাওনার জন্য স্মারকলিপি দিয়েছেন। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে  আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।



রাইজিংবিডি/গাজীপুর/২০ আগস্ট ২০১৭/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়