ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অধ্যক্ষ লাঞ্ছিত, শিক্ষকদের ক্লাস বর্জন

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অধ্যক্ষ লাঞ্ছিত, শিক্ষকদের ক্লাস বর্জন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সর্বানন্দ বালাকে লাঞ্ছিত করার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছেন শিক্ষকরা।

কলেজ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ছাত্র সংসদের সাবেক জিএস তরিকুল ইসলাম সরদারসহ কয়েকজন ছাত্রলীগ নেতা অধ্যক্ষ সর্বানন্দ বালাকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় আজ রোববার কলেজের শিক্ষক পরিষদ জরুরি সভা ডাকে। সভা থেকে এ ঘটনার বিচার ও দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জনের ঘোষণা দেন।

অধ্যক্ষ সর্বানন্দ বালা বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজে আলোচনা সভার আয়োজন করি। তরিকুলসহ কতিপয় ছাত্রলীগ নেতারা এ আলোচনা সভা আয়োজনের দায়িত্ব নিতে চেয়েছিল। যেহেতু কলেজে বর্তমানে ছাত্র সংসদ নেই, তাই তাদের দায়িত্ব দেওয়া হয়নি। এ কারণে তরিকুলসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে নিজ কক্ষে আমাকে লাঞ্ছিত করে।’ 

ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. জহুরুল হক সরদার বলেন, ‘বৃহস্পতিবারের ঘটনার পর আমরা শনিবার শিক্ষকরা সভা করেছি। এই সভায় এসে কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদারসহ কয়েকজন ছাত্রলীগ নেতা বিষয়টি নিয়ে রোববার সকাল ১০টায় আমাদের সঙ্গে বসে সুরাহা করবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু তারা আসেনি।’  

ইংরেজি বিভাগের প্রভাষক মীর মঞ্জুর-ই-মওলা বলেন, ‘তরিকুল ইসলাম সরদার বিভিন্ন সময়ে শিক্ষকদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করার ঘোষণা দিয়েছি।’

এ ব্যাপারে কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস তরিকুল ইসলাম সরদার বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিনে শিক্ষকরা কলেজে কোনো কর্মসূচি পালন করেননি। এ বিষয় সম্পর্কে আমি অধ্যক্ষ স্যারের কাছে জানতে চাইলে আমার বিরুদ্ধে এই মিথ্যা অপবাদ দেয়। আমি স্যারকে লাঞ্ছিত করিনি।’  

কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার বলেন, সত্যিই তরিকুল যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে সেটা নিন্দনীয়। তরিকুলসহ সিনিয়র নেতাদের নিয়ে শিক্ষকদের সঙ্গে বসে বিষয়টির সমাধান করা হবে।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/২০ আগস্ট ২০১৭/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়