ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী থানার বড়দিঘীর পাড় নামক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার ভোরে স্থানীয় একটি সেমিপাকা ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরীর বায়েজিদ হাটহাজারীসহ তিনটি ইউনিট থেকে ছয়টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে। সকাল ৮টার দিকে আগুন পূর্ণ নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

আগুনে ১০টি সেমিপাকা ঘর, ফর্মেসি, বিভিন্ন ধরনের দোকানের সব কিছু পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২২ আগস্ট ২০১৭/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়