ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সিংড়ায় বাঁধ ভেঙে ৫ শতাধিক পরিবার বন্যা কবলিত

এমএম আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিংড়ায় বাঁধ ভেঙে ৫ শতাধিক পরিবার বন্যা কবলিত

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া পৌরসভার সরকারপাড়া এলাকায় আত্রাই নদীর বাঁধ ভেঙে পাঁচ শতাধিক পরিবার বন্যা কবলিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাঁধ ভেঙে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ অন্যরা বন্যা কবলিত এলাকায় ছুটে যান।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাৎক্ষণিক নির্মাণাধীন স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন খুলে দিয়ে বন্যা দুর্গতদের থাকার ব্যবস্থা করেন।

পরে প্রতিমন্ত্রী পলক ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ উপজেলার তেলিগ্রাম স্কুল কেন্দ্রে আশ্রয় নেওয়া ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।



রাইজিংবিডি/নাটোর/২২ আগস্ট ২০১৭/এমএম আরিফুল ইসলাম/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়