ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডেল্টা জুট মিল নিলামের সিদ্ধান্ত, প্রতিবাদে সড়ক অবরোধ

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ২৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেল্টা জুট মিল নিলামের সিদ্ধান্ত, প্রতিবাদে সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডেল্টা জুট মিল নিলামে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে  সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চৌমুহনী-ফেনী সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। অবরোধের ফলে ওই সড়কের দুদিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা মিল চালু রাখার দাবিতে চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের বেগমগঞ্জ উপজেলা সভাপতি ও সিবিএর সাধারণ সম্পাদক কাজী গিয়াস উদ্দিন, ডেল্টা জুট পাটকল গণতান্ত্রিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।




রাইজিংবিডি/নোয়াখালী/২৩ আগস্ট ২০১৭/মাওলা সুজন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়