ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ম্যানহোলে নিখোঁজ তরুণকে উদ্ধারে আবারও অভিযান

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৪, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যানহোলে নিখোঁজ তরুণকে উদ্ধারে আবারও অভিযান

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের চলন্তিকা মোড়ে ময়লা পরিষ্কার করার সময় ম্যানহোলে পড়ে নিখোঁজ তরুণের সন্ধানে আবারও অভিযান শুরু করা হয়েছে।

বুধবার সকাল থেকে তার সন্ধানে কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ময়লা পরিষ্কার করার সময় ম্যানহোলে পড়ে ওই তরুণ নিখোঁজ হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মোহাম্মদ আলী রাইজিংবিডিকে বলেন, ‘নিখোঁজ তরুণের সন্ধানে বুধবার সকাল থেকে ডুবুরিরা কাজ শুরু করেছেন। তবে ম্যানহোলের পানির বেগ থাকায় সময় লাগছে।’

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রূপনগর থানার অধীন চলন্তিকা মোড়ের নীল গীতা রোডে ময়লা পরিষ্কার করার সময় এক তরুণ পাশের খোলা একটি ম্যানহোলে পড়ে যান। তার নাম-পরিচয় জানা যায়নি। ম্যানহোলের পানির স্রোত বেড়ে যাওয়ায় তার টানে সে আরো ভেতরে ঢুকে গেছে বলে ধারণা করা হচ্ছে।

নিখোঁজের পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করে। গতকাল রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস তল্লাশি অভিযান স্থগিত করে। এরপর আজ সকালে আবারও অভিযান শুরু হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৭/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়