ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোহিঙ্গাদের দেখতে ৪০ দেশের প্রতিনিধি উখিয়ায়

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গাদের দেখতে ৪০ দেশের প্রতিনিধি উখিয়ায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা দেখতে বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধি কক্সবাজারে গেছেন।

বুধবার দুপুর ১২টার দিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলীর নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উপরাষ্ট্রদূতদের প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্পে পৌঁছায়।

এর আগে বেলা ১১টার দিকে প্রতিনিধি দলকে বহনকারী বিশেষ বিমানটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল প্রতিনিধিদলকে স্বাগত জানান।

সংসদ সদস্য সাইমুম সরওয়ার রাইজিংবিডিকে জানান, পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলে ইইউ, জাতিসংঘসহ বিশ্বের ৪০টি দেশের রাষ্ট্রদূত, উপরাষ্ট্রদূত ও প্রতিনিধিরা রয়েছেন। বিমানবন্দরে থেকে প্রতিনিধি দলকে উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণ করবেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৩ সেপ্টেম্বর ২০১৭/রেজাউল/উজ্জল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়