ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সুন্দরবন সংলগ্ন এলাকায় ১৮৬টি শিল্পপ্রতিষ্ঠান

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ২২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুন্দরবন সংলগ্ন এলাকায় ১৮৬টি শিল্পপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, খুলনা : সুন্দরবন সংলগ্ন বৃহত্তর খুলনা জেলার পরিবেশগত সংকটাপন্ন এলাকায় গড়ে উঠেছে ১৮৬টি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্যে অধিকাংশই বাগেরহাট জেলায়।

পরিবেশ অধিদপ্তর, খুলনা’র ‘প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে’ নামে একটি প্রকাশনায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ১০টি নবায়ন করা হয় না। ৩৬টির উৎপাদন বন্ধ। এ সব প্রতিষ্ঠান গড়ে উঠায় নদী, খালে কঠিন ও তরল বর্জ্য নির্গত হচ্ছে।

গড়ে উঠা শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিমেন্ট মিলস, লবণ পানি শোধন প্রকল্প, ওয়েল্ডিং কারখানা, স’ মিল, মৎস্য খামার, তেল পরিশোধনাগার, ইট ভাটা, সুপারি প্রক্রিয়াকরণ প্রকল্প, জাহাজ নির্মাণ, সিগারেট কারখানা, রাইস মিল ও বরফ কল।

ভারতীয় জ্বালানি ও পরিবেশ বিশেষজ্ঞ সৌম্য দত্ত তার এক প্রবন্ধে উল্লেখ করেছেন, একবার সুন্দরবন ক্ষতিগ্রস্ত হলে এটির মতো জটিল বনাঞ্চল প্রক্রিয়াকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা দুরহ হবে। ওই এলাকায় যে দ্রুত হারে জমি দখল ও শিল্পায়ন ঘটছে, তা বিপর্যয়কে ত্বরান্বিত করবে।



রাইজিংবিডি/খুলনা/২২ সেপ্টেম্বর ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়