ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দিনাজপুরে বজ্রপাতে নিহত ৬

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনাজপুরে বজ্রপাতে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর : দিনাজপুরে শনিবার পৃথক বজ্রপাতে দুই নারীসহ ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন।

এর মধ্যে দিনাজপুরের বিরল উপজেলায় নিহতরা হলেন-উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে কুশো চন্দ্র রায় (১৭), একই গ্রামের প্রদীপ চন্দ্র রায়ের স্ত্রী বণিতা রানী রায় (১৭), পার্শ্ববর্তী দিনাজপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মেসের আলী (৩৬) ও একই গ্রামের মৃত মোস্তাক আলীর ছেলে শুকুর উদ্দীন (৪০)। এখানে আহত হয়েছেন আটজন।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, শনিবার দুপুরে ১২ জন কৃষি শ্রমিক বিরল উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের ধানখেতে ঘাস বাছাইয়ের কাজ করছিল। এ সময় বৃষ্টি শুরু হলে তারা দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী ছাইতন তলা নামক স্থানে একটি মেশিন ঘরে আশ্রয় নেয়। এ সময় সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটানস্থলেই ঝলসে গিয়ে মেসের আলী ও শুকুর মারা যায়। আহত অবস্থায় ১০ জনকে  দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কুশো চন্দ্র রায় ও বণিতা মারা যায়। অন্য আটজনকে হাসপালে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছে- মুক্তি রানী রায় (৪৭), ললিতা রানী রায় (৩০), সুকুমার রায় (৪৭), মল্লিক চন্দ্র রায় (১৩), জোসনা রানী রায় (৫৫), গলি রাম রায় (৬৫), তাইজুল হোসেন (৬৫) ও জিয়াউর রহমান জিয়া (৩৬)।

এর আগে আজ সকালে চিরিরবন্দরের চকরামপুর গ্রামে বজ্রপাতে মারা যায় শহীদুল ইসলামের স্ত্রী গৃহবধূ হালিমা খাতুন (২৩)। বৃষ্টির সময় বাড়ির আঙ্গিনায় থাকা রান্নার চুলা ঢাকতে ঘর থেকে বের হলে বজ্রপাতে ঘটনাস্থলেই হালিমার মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দিনাজপুরের খানসামা উপজেলায় বজ্রপাতে বিদ্যানন্দ রায় (৪০) নামে এক ব্যক্তির মৃত্য হয়েছে। তিনি খানসামা উপজেলার দুয়ানী কাশিমনগর গ্রামের সত্যেন্দ্রনাথ রায়ের ছেলে। আজ সকাল ৭ টার দিকে খানসামা উপজেলার জয়গঞ্জ এলাকার দুয়ানী কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিদ্যানন্দ রায় সকালে গরু নিয়ে বাড়ির বাইরে গেলে পথিমথ্যে বজ্রপাতে নিহত হন।



রাইজিংবিডি/রংপুর/ ২৩ সেপ্টেম্বর ২০১৭/নজরুল মৃধা/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়