ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কর্ণফুলী উপজেলায় আ.লীগ প্রার্থী নির্বাচিত

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কর্ণফুলী উপজেলায় আ.লীগ প্রার্থী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানেজা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৪২টি কেন্দ্রের সবগুলোর ফলাফল সংগ্রহের পর রিটার্নিং অফিসার মনির হোসাইন খান রোববার রাতে তিন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ফারুক চৌধুরী ৪৩ হাজার ৯৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এস এম ফোরকান পেয়েছেন ৬ হাজার ৬৯৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দিদারুল আলম ৪০ হাজার ৫২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে বিএনপির প্রার্থী হাজী মুহাম্মদ ওসমান পেয়েছেন ৬ হাজার ৩১০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বানেজা বেগম ৪২ হাজার ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে বিএনপির প্রার্থী উম্মে মিরজান শামীমা পেয়েছেন ৬ হাজার ৯৩৯ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী মুন্নি বেগম পেয়েছেন ২ হাজার ১৭৭ ভোট।

উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৭৯৯ জন। এর ৫১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৪ সেপ্টেম্বর ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়