ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাওরে ৫০০ তালবীজ রোপণ

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাওরে ৫০০ তালবীজ রোপণ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পৈল হাওরে সোমবার ৫০০ তালবীজ রোপণ করা হয়েছে।

পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে পতিত জমিতে ১০ হাজার তালবীজ রোপণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরে বজ্রপাতে জেলায় কমপক্ষে ৩৫ জন মারা গেছে। পরিবেশ থেকে তালগাছ হারিয়ে যাওয়ায় বজ্রপাতে মানুষের মৃত্যু বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। বজ্রপাত সাধারণত আঘাত হানে উঁচু গাছে। আর তাল গাছ উঁচু। ফলে তালগাছ বজ্রপাতে মানুষের মৃত্যু ঝুঁকি কমাবে।  

হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুর রহমান, প্রশিক্ষণ কর্মকর্তা মো. বশির আহম্মদ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কায়কোবাদ খান, পৈল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ তালবীজ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুর রহমান বলেন, গুরুত্বসহকারে তালবীজ রোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম সফলতার দিকে যাচ্ছে।  



রাইজিংবিডি/হবিগঞ্জ/২৫ সেপ্টেম্বর ২০১৭/মো. মামুন চৌধুরী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়