ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাংলাদেশের ভুলগুলো কাজে লাগিয়েছে পাকিস্তান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ১১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের ভুলগুলো কাজে লাগিয়েছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে ছয়-ছয়টি গোল হজম করে স্বাগতিকরা। ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক জানিয়েছেন বাংলাদেশের ভুলগুলো কাজে লাগিয়েছে পাকিস্তান।

বাংলাদেশের কোচ রফিকুল ইসলাম কামাল বলেন, ‘প্রথম কোয়ার্টার আমরা ভালোই খেলছিলাম। দ্বিতীয় কোয়ার্টারেও মোটামুটি লড়াইয়ে ছিলাম। তৃতীয় কোয়ার্টার থেকে পারফরম্যান্স খারাপ হয়। সাত গোলের মধ্যে পাঁচটিই আমাদের ভুলে হয়েছে। যে ভুলগুলো করেছে খেলোয়াড়রা এতে কোচ-ম্যানেজারের কিছু করার থাকে না। মিডফিল্ডে আমাদের কন্ট্রোল ছিল না। এই ম্যাচের ভুল গুলো নিয়ে ভিডিও সেশন হবে। সেই ভুল কাটিয়ে আমরা ভারতের সাথে ভালো খেলতে চাই।’

বাংলাদেশ দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেন, ‘পাকিস্তান পরিকল্পনা অনুযায়ী গোল করেছে তা কিন্তু নয়। আমাদের ভুলগুলো তারা কাজে লাগিয়েছে। মিডফিল্ডে সারওয়ারের অনুপস্থিতি অনুভব করেছি। এর পরেও আমরা চেষ্টা করেছি বল পজেশন ও ম্যাচের নিয়ন্ত্রণ রাখার জন্য। স্কোরলাইন ১-১ হলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো। গোল পেলে আমরা আরো উজ্জ্বীবিত হতে পারতাম। তখন ব্যবধান এত বড় নাও হতে পারতো। কোচ আমাদের শুরু থেকেই নির্দেশনা দিয়েছিলেন লম্বা পাসের পরিবর্তে ছোট পাসে খেলা। পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে হারি এর পেছনে মানসিক বা ভয় নেই। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমাদের কামব্যাক করতে হবে।’



পাকিস্তানের অধিনায়ক মো. ইরফান ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘এশিয়া কাপের মতো টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছি। এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেছি, এতে সফল হয়েছি। বাংলাদেশ ভালোই খেলেছে। তারাও সুযোগ পেয়েছিল, মিস করেছে। আমরাও অনেক মিস করেছি। তৃতীয় কোয়ার্টারে আমরা অনেক খেলোয়াড় পরিবর্তন করে খেলায় গতি এনেছিলাম। তৃতীয় কোয়ার্টারের গোলগুলো ম্যাচে আমাদের এগিয়ে দেয়। আমরা এই ফলাফলের ধারবাহিকতা বজায় রেখে টুর্নামেন্টে ভালো ফলাফল চাই।’



রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়