ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ

পঞ্চম রাউন্ডে বৃষ্টির শঙ্কা কম

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৪, ১২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পঞ্চম রাউন্ডে বৃষ্টির শঙ্কা কম

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ জাতীয় ক্রিকেট লিগের ১৯তম আসরের পঞ্চম রাউন্ড আগামীকাল শুক্রবার থেকে চার ভেন্যুতে শুরু হচ্ছে। প্রথম রাউন্ড থেকে চতুর্থ রাউন্ড পর্যন্ত প্রত্যেক রাউন্ডেই বৃষ্টির বাগড়া ছিল। বৃষ্টির কারণে দুটি ম্যাচের কোনো ফল হয়নি। বৃষ্টির বাগড়ার কারণে খুলনা ও রাজশাহী ছাড়া আর কোনো দল জয়ের মুখ দেখেনি। যদি বৃষ্টি বাগড়া না দিত তাহলে চার রাউন্ডে নিঃসন্দেহে অধিকাংশ ম্যাচে ফল হত।

আশার বিষয় ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে বৃষ্টির শঙ্কা নেই বললেই চলে। এই রাউন্ডে প্রথম স্তরে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ। রাজশাহীর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা দেখানো হচ্ছে মাত্র ২ মিলিমিটার। সময়ের হিসেবে ১.৫ ঘণ্টা। শনিবারও প্রায় একই রকম আবহাওয়া বিরাজ করবে রাহশাহীতে। তবে রাতে বৃষ্টির সম্ভাবনা বেড়ে ২ ঘণ্টায় ৯ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হয়েছে। রোববার রাজশাহীতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রৌদ্রকরোজ্জ্বল একটি দিন যাবে রোববার। চতুর্থ রাউন্ডের শেষ দিন তথা সোমবার একই রকম একটি দিন যাবে।

 


প্রথম স্তরের অপর ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগের মুখোমুখি হবে রংপুর বিভাগ। খুলনার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। তবে রোদ-মেঘের লুকোচুরি চলবে। এদিন বৃষ্টিপাত দেখানো হয়েছে ১০ মিলিমিটার। সময়ের হিসেবে প্রায় চার ঘণ্টা। পরদিনও যথারীতি একই রকম আবহাওয়া বিরাজ করবে খুলনায়। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। রোববার খুলনায় বৃষ্টিপাতের সম্ভাবনা আরো কমবে। যেখানে শুক্রবারের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হয়েছে ১০ মিলিমিটার, সেখানে রোববারে দেখানো হয়েছে ৫ মিলিমিটার। রাতে কোনো বৃষ্টিপাত হবে না। চতুর্থ রাউন্ডের শেষ দিন খুলনায় তাপমাত্রা বেড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াস হবে। সোমবার দিনে কিংবা রাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এদিকে দ্বিতীয় স্তরে এই রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রো লড়বে সিলেট বিভাগের বিপক্ষে। এদিন চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হয়েছে ১০ মিলিমিটার। সময়ের হিসেবে ২.৫ ঘণ্টা। শনিবার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে। এদিন মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সময়ের হিসেবে মাত্র ১ ঘণ্টা। রোববার চট্টগ্রামের তাপমাত্রা বেড়ে হবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের সম্ভাবনা কমে হবে মাত্র ১ মিলিমিটার। চতুর্থ রাউন্ডের শেষদিন তথা সোমবার তাপমাত্রা বেড়ে হবে ৩৩ ডিগ্রি সেলসিয়াম। বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র ১ মিলিমিটার।

 


এই স্তরের অপর ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহী বিভাগের প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বগুড়ার তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এদিন বৃষ্টিপাতের সম্ভবনা ২ মিলিমিটার। সময়ের হিসেবে মাত্র ১.৫ ঘণ্টা। শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা আরো কমবে। সময়ের হিসেবে সেটা হতে পারে মাত্র ১ ঘণ্টা। পরদিনও যথারীতি একইরকম থাকবে আবহাওয়া। সোমবার চতুর্থ রাউন্ডের শেষ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দিন-রাত মিলিয়ে মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সময়ের হিসেবে মাত্র ১ ঘণ্টা।

তাই আশা করা যায়, ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ১৯তম আসরে বৃষ্টির বাগড়াহীন একটি রাউন্ড দেখতে পাবে ক্রিকেটপ্রেমীরা।  

পঞ্চম রাউন্ড ১৩ অক্টোবর শুরু হলেও ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরু হবে বিপিএলের পর। ৪ নভেম্বর শুরু হবে বিপিএল। শেষ হবে ১২ ডিসেম্বর।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়