ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইসির অধীনে নির্বাচনের কার্যক্রম পরিচালনার প্রস্তাব

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ১২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসির অধীনে নির্বাচনের কার্যক্রম পরিচালনার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম পরিচালিত হবে ইসির অধীনে, কোনো সরকারের অধীনে নয়। এ উদ্দেশ্যে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসির সঙ্গে এক সংলাপে এমন প্রস্তাব দেয় দলটি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সংলাপে সভাপতিত্ব করেন।

এ ছাড়া সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে প্রতিনিধি দলে ১১ জন উপস্থিত ছিলেন।

সংলাপ শেষে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার আগেই সংসদ ভেঙে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সমতা বিধান করতে।

এ ছাড়া দলটির লিখিত প্রস্তাবনায় আরো আছে, জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম পরিচালিত হবে ইসির অধীনে, কোনো সরকারের অধীনে নয়। এ উদ্দেশ্যে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করা, যতদিন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু না হচ্ছে ততদিন আরো তিনটি ব্যবস্থা রাখা, নির্বাচনকালীন সময় সরকারের কর্তৃত্বকে সাংবিধানিকভাবে সংকুচিত করে তার অন্তর্বর্তীকালীন কাজ তত্ত্বাবধানমূলক ও অত্যাবশ্যক রুটিন কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ রাখা।

সংরক্ষিত নারী আসনের সংখ্যা ১০০ তে উন্নীত ও সরাসরি ভোট করতে হবে, নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব পালনে ব্যর্থ ওই প্রতিনিধিকে প্রত্যাহারের বিধান করতে হবে, না ভোটের বিধান যুক্ত করতে হবে।

এ ছাড়া অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা, স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের বিধান অগণতান্ত্রিক বিধায় তা বাতিল করা, জাতীয়ভিত্তিক সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করা, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হতে হলে কোনো ব্যক্তিকে কমপক্ষে ৫ বছর রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হতে হবে, নির্বাচনে টাকার খেলা বন্ধ করা, নির্বাচনে সন্ত্রাস, পেশিশক্তির প্রভাব ও দুর্বৃত্তমুক্ত করা, ধর্ম, সাম্প্রদায়িকতা ও আঞ্চলিকতার অপব্যবহার রোধ করা, নির্বাচনে সকলের সম-সুযোগ নিশ্চিত করা, নির্বাচনী এলাকা নির্ধারণে ও নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা বিধান করা।

এদিকে আজ দুপুর ২টায় গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ করবে কমিশন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়