ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বিপুল নকল সার ও উপকরণ উদ্ধার

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ১৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপুল নকল সার ও উপকরণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে নকল সার কারখানা হতে বিপুল পরিমাণ সার তৈরির উপকরণসহ নকল সার উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে গঙ্গাচড়া উপজেলার আরাজি নিয়ামত এলাকায় অভিযান চালিয়ে এ সব উদ্ধর করা হয়। এ সময় নকল সার কারখানার মালিকসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

গঙ্গাচড়া থানার এসআই আব্দুল ওহাব জানান, গঙ্গাচড়া উপজেলায় ব্যবসায়ী আবু হাসান চঞ্চল দীর্ঘ দিন থেকে নকল সার তৈরি করে বাজারজাত করে আসছেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সার ও সার তৈরির উপকরণ উদ্ধার করে। এ সময় সার কারখানা থেকে ১০ বস্তা পটাসিয়াম সালফেট, ৭৫ বস্তা নুড়ি পাথর, ৩৫ বস্তা রং মিশ্রিত নুড়ি পাথর, ৭৯ বস্তা কালো নুড়ি পাথর, ২০ বস্তা ডলো চুন, ১০ বস্তা সাদা দানাদার পাউডার এবং ২০ বস্তা ডালিয়ার বালু উদ্ধার করা হয়। বেশ কয়েক বস্তা নকল সার উদ্ধার করা হয়।  

গঙ্গাচড়া থানার ওসি জিন্নাত হোসেন জানান, নকল কারখানার মলিক আবু হাসান চঞ্চলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।



রাইজিংবিডি/রংপুর/১৭ অক্টোবর ২০১৭/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়