ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাতিয়ায় বাঁধ ভেঙে ৭ গ্রাম প্লাবিত

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতিয়ায় বাঁধ ভেঙে ৭ গ্রাম প্লাবিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে অন্তত সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ছয় হাজার মানুষ।

শনিবার বিকেল ৪টার দিকে চরঈশ্বর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের বেড়িবাঁধ ভেঙে গ্রামগুলো প্লাবিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিনের ভারি বর্ষণ ও মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের কারণে  বিকেলে চরঈশ্বর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের প্রায় দেড় হাজার ফুট বেড়িবাঁধ ভেঙে ইউনিয়নের তালুকদার গ্রাম, বাদশা মিয়া হাজী গ্রাম, আব্দুল লতিফ হাজী গ্রাম, সাত নং গ্রাম, ফরাজী গ্রামসহ সাতটি গ্রামে মেঘনা নদীর পানি ঢুকে যায়। এতে পানিবন্দি হয়ে পড়েছেন গ্রামগুলোর প্রায় ছয় হাজার মানুষ, ভেঙে গেছে কাঁচা ঘর।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম মহাব্বত বিষয়টি নিশ্চিত করে জানান, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে সাতটি গ্রামে জোয়ারের পানি ঢুকে গেছে। ফলে ওই গ্রামগুলো পানির নিচে চলে গেছে।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত লোকজন স্থানীয় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। গ্রামগুলো প্লাবিত হওয়ায় কাঁচা ঘর, গবাদি পশু, গাছ-পালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রেজাউল করিম জানান, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দি ক্ষতিগ্রস্ত লোকজন স্থানীয় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে।



রাইজিংবিডি/নোয়াখালী/২১ অক্টোবর ২০১৭/মাওলা সুজন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়