ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আইটিপি উত্তীর্ণদের প্রশিক্ষণ ১৯ নভেম্বর

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ১৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইটিপি উত্তীর্ণদের প্রশিক্ষণ ১৯ নভেম্বর

অর্থনৈতিক প্রতিবেদক : আয়কর পেশাজীবী (আই টি পি) নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আগামী ১৯ নভেম্বর।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে তিনটি সেশনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আই টি পি নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে রোল নম্বর ও  সময় অনুযায়ী নির্ধারিত হলে  গিয়ে প্রশিক্ষণ ও  সনদপত্র গ্রহণ  করতে হবে। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র ও পরীক্ষার মূল প্রবেশপত্রসহ উপস্থিত হতে বলা হয়েছে।

আয়কর পেশাজীবী নিবন্ধন-২০১৭ লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্তভাবে ৭ হাজার ২৯৯ জন উত্তীর্ণ হন।গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর পাঁচটি কলেজে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬ হাজার ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ১৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। সেখান থেকে চূড়ান্তভাবে ৭ হাজার ২৯৯ জন উত্তীর্ণ হন।

প্রশিক্ষণের সময়সূচি জানতে করুন এখানে।




রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৭/এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়