ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যশোরে উদ্ধার সিংহ-বাঘের শাবক গাজীপুর সাফারি পার্কে

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ১৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে উদ্ধার সিংহ-বাঘের শাবক গাজীপুর সাফারি পার্কে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : যশোরে উদ্ধার হওয়া দুটি সিংহের ও দুটি লেপার্ড (চিতা বাঘ) শাবক গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে ওই বাচ্চাগুলো পার্কে পৌঁছে বলে জানিয়েছেন পার্কে কর্মরত ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিসুর রহমান।

তিনি জানান, আগে এ পার্কে শাবকসহ সিংহের সংখ্যা ছিল ১৯টি। সিংহের ওই শাবক দুটি নিয়ে এখন সাফারি পার্কে সিংহের সংখ্যা হলো ২১টি। সিংহ শাবকগুলোর বয়স আনুমানিক আড়াই মাস।

তিনি জানান, আগে এখানে চিতা বাঘ ছিল না। উদ্ধার হওয়া চিতা বাঘের শাবকগুলোর বয়স আনুমানিক দেড় মাস। সিংহ ও চিতা বাঘের শাবকগুলো আলাদা কক্ষে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা গেছে, পাচারকালে সোমবার যশোরের চাঁচড়া চেকপোস্ট থেকে পুলিশ ওই শাবকগুলো উদ্ধার করে এবং দুইজনকে আটক করে। পরে আইনী প্রক্রিয়া শেষে শাবকগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়।



রাইজিংবিডি/ গাজীপুর/ ১৪ নভেস্বর ২০১৭/ হাসমত আলী/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়