ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রংপুরের ঠাকুরপাড়ায় নাশকতার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। যার তদন্ত সরকারের গোয়েন্দা সংস্থাগুলো করছে। এর মাধ্যমে প্রকৃত ঘটনাও বেরিয়ে আসবে।

মঙ্গলবার সন্ধ্যায় রমনার পুলিশ কনভেনশন হলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ যোদ্ধাদের সম্মাননা’ অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, ‘রংপুরের ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কক্সবাজারের রামুর ঘটনার মতোই। তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলা করে পুলিশ।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওই ঘটনায় যে আইডি থেকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে, সেটি টিটু রায়ের কি না-তা এখনো নিশ্চিত নয়। তদন্তের পরই বলা যাবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৭/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়